ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাশেদ খান মেননের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সকাল ১০টায় তার অপারেশন শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম এ তথ্য জানান।   

মাইদুল ইসলাম বলেন, ‘মন্ত্রী বলেছেন "আমার জ্ঞান আছে, আমি ভালো আছি। আমি সবার অভূতপূর্ব ভালোবাসায় অভিভূত।"

গত ৫ জুলাই সকালে প্রাতভ্রমণের সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় রাশেদ খান মেননকে।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি